ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের মারধরের প্রতিবাদে রাজশাহীতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার মহানগরীর বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংশ্লিষ্ট কলেজ ইউনিট এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
এ সময় গফরগাঁও কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের মারধরের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ঘটনা যেন আর না ঘটে সেজন্য শিক্ষকরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ ইউনিটের সভাপতি মোহা. আবদুল খালেক। অন্যদের বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আবদুল মতিন, জেলা কমিটির সেক্রেটারি আনিসুজ্জামান মানিক প্রমুখ।
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজসহ জেলা ও মহানগরের অন্যান্য সরকারি কলেজগুলোতেও এ কর্মসূচি পালিত হয়েছে।
অনার্স ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি কমানোর দাবিতে গত ৮ জুন গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ ওঠে। কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।