রাজধানীর উত্তরায় ১৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাব-১। মঙ্গলবার (১৪ জুন) ঢাকার উত্তরা পশ্চিম থানার আশুলিয়া টু আব্দুল্লাহপুর মহাসড়কের উত্তর পাশে তাসিন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার নোমান আহমদ। এতে বলা হয়, র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানার আশুলিয়া টু আব্দুল্লাহপুর মহাসড়কের উত্তর পাশে তাসিন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর তিনিজন ফেনসিডিল কেনাবেচা করছে।
এমন তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে ফিলিং স্টেশনের সামনে মো. ফারুক আলী (২৮), পিতা- মৃত আলম, জেলা- ঠাকুরগাঁও ২) মো. মালেক (৪৭), পিতা- মৃত মজবুল হক, জেলা- ঠাকুরগাঁও ও ৩) মো. রেজাউল করিম (২৬), পিতা- নাজির হোসেনকে, জেলা- ঠাকুরগাঁও’ আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ফেনসিডিল বিক্রি করতো। জব্দ মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।