বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকাসহ ফারুক নামের এক যুবককে কুমিল্লা সিটির নির্বাচনী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই যুবক কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
তাকে গ্রেপ্তারের বিষয়টি রাতে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান।
তিনি বলেন, প্রায় ২০০ ভোটারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও নগদ ৫৮ হাজার টাকা নিয়ে তিনি কোথাও যাচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তার ব্যাগ তল্লাশি করে আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সিটি নির্বাচনে এসব টাকা ব্যবহার করার জন্য আনা হয়েছিল। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।